Ajker Patrika

ঝিনাইদহে এক্সিম ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ১৩
ঝিনাইদহে এক্সিম ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ঝিনাইদহে এক্সিম ব্যাংকের ১৩৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার ঝিনাইদহ শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক লাল মোহাম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের বিভিন্ন সেবা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের ঝিনাইদহ শাখার সঙ্গে ব্যাংকিং করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঝিনাইদহে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই শাখার মাধ্যমে অত্র এলাকার জনগণ আন্তরিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন। —বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত