Ajker Patrika

ড্যাশবোর্ডের ত্রুটিতে বৈদেশিক লেনদেন মন্থর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
ড্যাশবোর্ডের ত্রুটিতে বৈদেশিক লেনদেন মন্থর

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনসংক্রান্ত ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন মনিটরিং ড্যাশবোর্ডের হার্ডওয়্যারে সমস্যার কারণে বৈদেশিক লেনদেন মন্থর হয়ে পড়েছে। প্রকৌশলীরা হার্ডওয়্যার পরিবর্তনের পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানে কাজ করছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, ট্রানজেকশন ড্যাশবোর্ডের হার্ডওয়্যারে সমস্যার কারণে তা পরিবর্তন করা হয়েছে। বেশ কয়েক দিন ধরে ড্যাশবোর্ডে সমস্যা চলছিল। ফলে বৈদেশিক লেনদেন মন্থর হয়েছে। গত সপ্তাহের শেষের দিকে তা প্রায় অচল হয়ে পড়ে। কিন্তু এখন তা স্বাভাবিকের দিকে যাচ্ছে।

তিনি বলেন, এই ড্যাশবোর্ডের তথ্যের ওপর ভিত্তি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পণ্য ছাড় করে। প্রকৌশলীরা ড্যাশবোর্ডের সমস্যা সমাধানে কাজ করছেন। চলতি সপ্তাহের মধ্যে বিষয়টি পুরোপুরি সমাধান হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত