Ajker Patrika

কমিউনিটি পুলিশিং দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ৪৯
কমিউনিটি পুলিশিং দিবস পালন

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বিভিন্ন উপজেলায় কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

দিবসটি উপলক্ষে পীরগাছা উপজেলার সাতদরগা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

গঙ্গাচড়ায় গতকাল মডেল থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার, সদর ইউপির চেয়ারম্যান আল সুমন আব্দুল্লা, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ক্ষ্যান্ত রানী রায় ও সদর ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বরত এসআই আবু বক্কর সিদ্দিক।

গতকাল বিকেলে বদরগঞ্জ থানার আয়োজনে স্থানীয় শাহাপুর মাঠে কমিউনিটি পুলিশিং দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত