Ajker Patrika

৫৯৩ দিন পর খুলছে বেরোবি উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ০৫
৫৯৩ দিন পর খুলছে বেরোবি উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে ৫৯৩ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

আগামীকাল মঙ্গলবার খুলবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আর সশরীরে ক্লাস শুরু হবে ১১ নভেম্বর থেকে। হল খোলা ও ক্লাস শুরুর এই খবরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল রোববার বেরোবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত ৮২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ কমে যাওয়ায় সরকারি নির্দেশনার আলোকে টিকা নেওয়া (অন্তত প্রথম ডোজ) শিক্ষার্থীদের জন্য আগামীকাল ২ নভেম্বর থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এ ছাড়া ১১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনে অনলাইনেও ক্লাস ও পরীক্ষা চলবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, কমপক্ষে প্রথম ডোজ টিকা নেওয়া এবং আবাসিক হওয়া শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এ ছাড়া সবাইকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি তথা মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান ও পানি দিয়ে হাত ধৌত করা এবং হাঁচি-কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার ইত্যাদি মেনে চলতে হবে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত বছরের ১৮ মার্চ বেরোবি বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এদিকে বিশ্ববিদ্যালয় খোলার খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাঁদের দীর্ঘদিন পর আবাসিক হল খোলা ও ক্লাস শুরুর খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছবিসহ নানা ধরনের স্ট্যাটাস পোস্ট করে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী হাবিবা কুমকুম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মাত্র তিন মাস সশরীরে ক্লাস করার সুযোগ পেয়েছি। এরপর আসে করোনা। অনলাইনে ক্লাস পরীক্ষা হলেও সহপাঠীদের সঙ্গে আড্ডা, গল্প হয়নি। বিশ্ববিদ্যালয় খুললে অনেক মজা হবে।’

অর্থনীতি বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী আল-আমীন হোসেন বলেন, ‘এত দিন পর ক্লাসে ফিরতে পারব, এটা নিঃসন্দেহে আনন্দের। সেই সঙ্গে কর্তৃপক্ষ যদি সহানুভূতিশীল হয়ে সেশনজট নিরসনের জন্য উদ্যোগী হয় তাহলে আমরা উপকৃত হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত