Ajker Patrika

ঘুষিতে রক্তাক্ত প্রধান শিক্ষক হাসপাতালে

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ০৮
ঘুষিতে রক্তাক্ত প্রধান শিক্ষক হাসপাতালে

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সহকারী শিক্ষকের ঘুষিতে রক্তাক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫৮) হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার নামুড়ি উচ্চবিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। হাজিরা খাতায় অনুপস্থিতি কেটে উপস্থিতি লিখে স্বাক্ষর করতে নিষেধ করায় এ হামলার ঘটনা ঘটে।

আহত প্রধান শিক্ষক নজরুল ইসলাম উপজেলার ভাদাই। ইউনিয়নের আদিতমারী আদর্শপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, নামুড়ি উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ভূপতি রঞ্জন রায় গত বছর নারী ঘটিত অভিযোগে সাময়িক বরখাস্ত হন। কয়েক মাস আগে বরখাস্তাদেশ স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ে আসেননি। নিয়মানুযায়ী তাঁর হাজিরা খাতায় অনুপস্থিত লিখে রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। সোমবার সকালে বিদ্যালয়ে এসে হাজিরা খাতা নিয়ে অনুপস্থিতি কেটে স্বাক্ষর করার চেষ্টা করেন ভূপতি রঞ্জন। এতে বাধা দিলে প্রধান শিক্ষক নজরুল ইসলামকে মারপিট ও কিল ঘুষি মারেন। নাক ফেটে রক্তাক্ত হন তিনি। পরে অন্য শিক্ষকেরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন বিপ্লব বলেন, বিদ্যালয়ে অনিয়মিত থাকার কারণে সহকারী শিক্ষক ভূপতিকে বেশ কয়েকবার মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু তিনি কর্ণপাত করেননি। কমিটির সিদ্ধান্তে প্রধান শিক্ষক হাজিরা খাতায় ভূপতির নামের পাশে অনুপস্থিত লিখেছেন। এ কারণে ভূপতি প্রধান শিক্ষকের ওপর হামলা করেছেন। থানায় অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভূপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত