Ajker Patrika

করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ০৩
করোনায় সংক্রমণ  ও মৃত্যু বেড়েছে

সংখ্যায় কম হলেও দেশে এখনো প্রতিদিনই করোনায় সংক্রমণের ঘটনা ঘটছে। প্রাণ হারাচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ভাইরাসটির দাপট বেড়েছে। এ দিন শনাক্ত ও মৃত্যু দুটোই আগের দিনকে ছাড়িয়ে গেছে।

গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ২১৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিলেও গতকাল বুধবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৬৬, যার ৭৭ ভাগই ঢাকা বিভাগে। শুধু সংক্রমণ নয়, বেড়েছে মৃত্যুও। আগের দিন দুজনের প্রাণহানি ঘটলেও গত ২৪ ঘণ্টায় তা তিন গুণ বেড়ে ছয়জনে উঠেছে। নতুন মারা যাওয়াদের মধ্যে আছে সর্বোচ্চ সিলেট বিভাগে তিনজন। এ ছাড়া ঢাকা বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন। এই নিয়ে করোনার শিকার হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৩৪ জনে ঠেকেছে।

এদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহতা বাড়ছে। গত এক দিনে বিশ্বে প্রায় ৫ লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি। সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণের সঙ্গে এ দিন প্রাণহানিতেও সর্বোচ্চ ছিল বাইডেনের দেশ। এরপরই রাশিয়া। শনাক্তে কিছুটা পিছিয়ে থাকলেও দৈনিক মৃত্যুতে পুতিনের দেশ এখন দ্বিতীয় সর্বোচ্চ স্থানে। এ ছাড়া ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান, জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, রোমানিয়াসহ অনেক দেশই এখনো করোনার উচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত