Ajker Patrika

প্রতিমা ভাঙচুর, নিপীড়ন বন্ধে ফেনীতে বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১৭
প্রতিমা ভাঙচুর, নিপীড়ন বন্ধে ফেনীতে বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন ফেনী জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। গত সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তাঁরা।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি হিরালাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ভোলা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দের মুক্তি দাবি করেন। তাঁরা বলেন, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক বিষফোড়া আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এসব বন্ধে সরকারের কঠিন হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত, অ্যাডভোকেট বিমল চন্দ্র শীল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শম্ভু বৈষ্ণব প্রমুখ।

, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি শান্তি চৌধুরী, যুগ্ম সম্পাদক লিটন সাহা, সাংগঠনিক সম্পাদক মরণ চন্দ্র মজুমদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে ট্রাংক রোডের জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল জয়কালী মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত