Ajker Patrika

ফেনী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬
ফেনী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২২ সালের কার্যনির্বাহী নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ফেনী নির্বাহী সম্পাদক দিদারুল আলম। সব কটি পদে একক প্রার্থী থাকায় গত বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী শাহজাহান সাজু সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এ সময় কমিশনের অপর দুই সদস্য আমির হোসেন ভূঞা ও তৌহিদুল ইসলাম তুহিনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, সহসাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ নুর উল্যাহ কায়সার, দপ্তর ও প্রচার সম্পাদক তোফায়েল আহমদ নিলয়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কৃষাণ মোশাররফ। কার্যনির্বাহী সদস্যগণ হলেন আরিফুল আমিন রিজভী, এনামুল হক পাটোয়ারী, আলী হায়দার মানিক, এম এ জাফর।

সাধারণ পরিষদের সদস্যগণ হলেন ওছমান হারুন মাহমুদ দুলাল, শাহজালাল রতন, যতন মজুমদার, শুকদেব নাথ তপন, জহিরুল হক মিলু, আবুল কাশেম চৌধুরী ও মাইন উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত