Ajker Patrika

রাজধানীতে শুরু উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২: ২০
রাজধানীতে শুরু উদ্যোক্তা মেলা

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের লক্ষ্যে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। গতকাল সোমবার থেকে রাজধানীর মতিঝিলে পুরোনো বিসিক ভবনে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিসিক বিপণন বিভাগ এবং পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডসের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, আঞ্চলিক পরিচালক (ঢাকা) আবদুল মতিন, প্রধান নকশাবিদ জেসমিন নাহারসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় ৫০টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাগণের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর বিক্রয়ের জন্য স্থান পেয়েছে। এ ছাড়া মেলা থেকে দর্শনার্থীরা কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অরগানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্য, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত