Ajker Patrika

জেলায় আরও ১৬ জনের দেহে করোনা শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৪
জেলায় আরও ১৬ জনের দেহে করোনা শনাক্ত

জেলায় আরও ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ শনাক্ত হয়। এই সময়ে কেউ মারা যাননি।

সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ২৪ ঘণ্টায় ৩৫৭টি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া দেলদুয়ার ও নাগরপুরে একজন, সখীপুরে দুজন, মির্জাপুরে তিনজন, ঘাটাইলে চারজন ও গোপালপুরে দুজন রোগী রয়েছেন।

নতুন শনাক্তরাসহ জেলায় ১৬ হাজার ৭১৬ জন আক্রান্ত হলেন। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৮২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৫৮ জন।

এ দিকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড সেন্টারে আটজন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে নাগরপুরে দুজন, সখীপুর ও ঘাটাইলে একজন চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত