Ajker Patrika

ফ্যাশনের বৃত্ত ভেঙে পণ্যের শোভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮: ১১
ফ্যাশনের বৃত্ত ভেঙে পণ্যের শোভা

নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ শুরু হয়েছে গতকাল রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আট দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। শিক্ষাজীবন শেষে চাকরির পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা করা ও কোভিড-১৯ মহামারি দ্বারা ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করাই এই মেলার লক্ষ্য।

এ বছর ৩২৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ১১৬টি প্রতিষ্ঠান হলো ফ্যাশন খাতের; যা মোট অংশগ্রহণকারীর ৩৫ দশমিক ৭০ শতাংশ। অষ্টম এসএমই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল ২৯৬টি, যার প্রায় ৪৬ শতাংশ ছিল ফ্যাশন খাতের।

সপ্তম এবং ষষ্ঠ এসএমই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল যথাক্রমে ২৮০টি এবং ২৭৪টি। সেখানে ফ্যাশন খাতের অংশগ্রহণ ছিল যথাক্রমে ৫৫ শতাংশ এবং ৬২ শতাংশ। আর ২০১২ সালে শুরু হওয়ার পর বিভিন্ন জাতীয় এসএমই মেলায় খাতটির পরিমাণ ছিল ৬৫ থেকে ৮০ শতাংশ, যা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন তথ্য থেকে পাওয়া যায়।

এসএমই ফাউন্ডেশনের তথ্যমতে, নবম জাতীয় এসএমই মেলায় ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্য ১১৬টি প্রতিষ্ঠান হলো ফ্যাশন খাতের। এ ছাড়া চামড়াজাত পণ্য খাতের ৩৭টি, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য খাতের ৩৬টি, হ্যান্ডিক্র্যাফটস আইটেম ৩৩টি, পাটজাত পণ্য খাতের ২৯টি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য খাতের প্রতিষ্ঠান ১৭টি, আইটি খাতের ৪টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস খাতের ৬টি, হারবাল ও অরগানিক পণ্যের ৪টি, জুয়েলারি পণ্যের ৪টি এবং প্লাস্টিক পণ্য খাতের ৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে।

অনুষ্ঠানে জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুযায়ী এসএমইকে উচ্চ অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে সরকার কাজ করছে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এসএমই ফাউন্ডেশনের এমডি ড. মো. মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এসএমই পণ্যের ভিন্নতা আনতে নানা কৌশল অবলম্বন করা হয়েছে। বাজারের চরিত্রগত পরিবর্তের কারণে আমরা ফ্যাশন বা পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এই মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত