Ajker Patrika

ধর্মের ভেদাভেদ ভুলে সম্প্রীতি রক্ষার শপথ

রংপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭: ৪০
ধর্মের ভেদাভেদ ভুলে সম্প্রীতি রক্ষার শপথ

ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে থেকে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন চার ধর্মের মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তি রুখতে প্রস্তুত থাকারও অঙ্গীকার করেছেন তাঁরা।

গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) আয়োজনে নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সম্প্রীতি বজায় রাখতে শপথগ্রহণের আয়োজন করা হয়। এতে শপথবাক্য পাঠ করান আরপিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুরু হয় সম্প্রীতি সম্মেলনের আনুষ্ঠানিকতা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে চার ধর্মের চারজন ধর্মীয় নেতা বক্তব্য দেন। তাঁরা হলেন মুসলিম ধর্মীয় নেতা বায়েজিদ হোসেন, হিন্দু ধর্মীয় নেতা ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ, বৌদ্ধ ধর্মীয় নেতা শুভমিত্র ভিক্ষু ও খ্রিষ্টান ধর্মীয় নেতা বিজয় আকড়া।

এ ছাড়া আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শান্তিপূর্ণ সহাবস্থানের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে দুপুরে একই স্থানে আয়োজিত সম্প্রীতি সমাবেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর মহানগর কমান্ড।

নবগঠিত মুক্তিযোদ্ধা সন্তান সংসদের রংপুর মহানগর কমান্ডের নেতারা গতকাল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আয়োজিত সম্প্রীতি সমাবেশে মহানগর কমান্ডের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক, মহানগর কমান্ডের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে পরাজিত পাকিস্তানি দোসরেরা এখনো থেমে নেই। তাঁদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সম্প্রীতির এ বাংলাদেশে ধর্মীয় রাজনীতির মাধ্যমে বিষবৃক্ষ রোপণ করা হয়েছে। এখন ফের বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারবিরোধী সংগঠন দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীত বিনষ্ট করতে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই অপশক্তিকে রুখতে মানুষদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বাড়াতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত