Ajker Patrika

তৃতীয় দফায় আর্থিক সহায়তা পেলেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩: ৪৮
তৃতীয় দফায় আর্থিক সহায়তা পেলেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা

চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিংয়ে নিয়োজিত বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে কর্মরত শ্রমিকদের প্রণোদনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল তৃতীয় দফায় ৬ হাজার ৭৫২ জন শ্রমিককে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে শ্রমিক ও অপারেটরদের প্রতিনিধিদের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন।

গত বছরের জুলাইয়ে প্রথম দফায় প্রত্যেক শ্রমিককে ১১ হাজার ও দ্বিতীয় দফায় চলতি বছরের মে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে। বন্দরের শ্রম তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত