Ajker Patrika

বিএনপি আরেকটি এক-এগারোর স্বপ্নে বিভোর: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩: ১৫
বিএনপি আরেকটি এক-এগারোর স্বপ্নে বিভোর: কাদের

বিএনপি দেশে আরও একটি এক-এগারোর স্বপ্নে বিভোর বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না।

গতকাল সোমবার সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়, তবে ব্যালটের মাধ্যমে নয়, ভিন্ন কোনো অগণতান্ত্রিক ও চোরাগলি পথে।

আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না—বিএনপি নেতাদের এমন বক্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মীমাংসিত ইস্যু নিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের এমন বক্তব্য আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয়।

আওয়ামী লীগ নয়, প্রকৃত অর্থে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে, তারাই এখন জনবিচ্ছিন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই তারা নির্বাচনকে ভয় পায়। তাদের আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে বিতর্কিতদের বাদ দিয়ে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত