Ajker Patrika

পরাজিত প্রার্থীর লোকজনের হামলায় সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৬
পরাজিত প্রার্থীর লোকজনের হামলায় সাংবাদিক আহত

নেত্রকোনার কলমাকান্দায় হামলায় গুরুতর আহত হয়েছেন আজকের পত্রিকার কলমাকান্দা প্রতিনিধি রানা আকন্দ। তিনি নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন।

রানা আকন্দের অভিযোগ, উপজেলার কৈলাটি ইউনিয়নে গত নভেম্বরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী রুবেল ভূঁইয়ার লোকজন এ হামলা চালিয়েছে। নির্বাচন নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা হয়েছে। রুবেল ওই ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবদলের সদস্য।

তবে এ অভিযোগ অস্বীকার করে রুবেল ভূঁইয়া দাবি করেছেন, সাংবাদিক রানা আকন্দের ওপর হামলার বিষয়ে তিনি কিছু জানেন না।

রানা আকন্দ জানান, বিজয় দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে কৈলাটি ইউনিয়নের সিধলী বাজার এলাকায় গতকাল সকাল ৭টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে তিনি সেখানে যান তথ্য সংগ্রহের জন্য। পরিস্থিতি প্রায় স্বাভাবিক হলে তিনি মোটরসাইকেলে করে সেখান থেকে ফিরছিলেন। কয়েক শ গজ দূরে যাওয়ার পরপরই পরাজিত চেয়ারম্যান প্রার্থী রুবেল ভূঁইয়ার লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই রুবেলের ভাই কামরুল ভূঁইয়া ও সোহেল ভূঁইয়া এবং ভাতিজা জুয়েল ভূঁইয়াসহ সন্ত্রাসীরা তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাত করতে থাকে। মৃত্যু নিশ্চিত জেনে সন্ত্রাসীরা তাঁকে ফেলে চলে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করেছে।

নেত্রকোনা সদর হাসপাতালের চিকিৎসক ফজলুল বারী আজকের পত্রিকাকে বলেন, রানার মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে আছেন। তাঁর চিকিৎসা চলছে।

জানতে চাইলে রুবেল ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। এখানে আমিও আহত হয়েছি। আমাদের একজন লোক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আরও কে কে আহত হয়েছেন, তা আমি জানি না।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে সাংবাদিক রানার খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত