Ajker Patrika

সিএমএসএমই ঋণ বিতরণ ৬০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৩৯
সিএমএসএমই ঋণ বিতরণ  ৬০ কোটি টাকা

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজের অধীন কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) মধ্যে ৫৮ দশমিক ৬৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ ৪৬০ জন উদ্যোক্তার মধ্যে এ ঋণ বিতরণ করেছে। আরও ৫৫০ জন উদ্যোক্তার জন্য ৮২ দশমিক ৪৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আর ৪৯৬ জনের মধ্যে ৫৬ দশমিক ৩৫ কোটি টাকার ঋণ বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঋণদাতা প্রতিষ্ঠানসমূহ সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নতুন করে বরাদ্দকৃত ২০০ কোটি টাকা ঋণ বিতরণের কার্যক্রম শুরু করে ৩১ অক্টোবরের মধ্যে ৫৮ দশমিক ৬৮ টাকা বিতরণ শেষ করেছে এবং আরও ১৩৮ দশমিক ৭৯ কোটি টাকা বিতরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিতে সক্ষম হয়েছে। এর আগে সরকার মাত্র ৪ শতাংশ সুদে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ২০০ কোটি টাকা ঋণ বিতরণের সিদ্ধান্ত নেয়।

এসএমই ফাউন্ডেশনের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক এশিয়া ৩৮ জন উদ্যোক্তার মধ্যে ২ দশমিক ১৫ কোটি টাকা, বেসিক ব্যাংক দুজনের মধ্যে দশমিক শূন্য ৭ কোটি টাকা, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ১৬ জনের মধ্যে ৪ দশমিক ৪৫ কোটি টাকা, ব্র্যাক ব্যাংক ১৬৪ জনের মধ্যে ১৬ দশমিক ৪১ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক তিনজনের মধ্যে দশমিক ৪৫ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১৯ জনকে ২ দশমিক ৫২ কোটি টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৫ জনকে দশমিক ৫৩ কোটি টাকা, প্রাইম ব্যাংক ৫৬ জনকে ১০ দশমিক ৩৬ কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৭ জনের মধ্যে দশমিক ৪০ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬ জনকে দশমিক ১৬ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক দুজনকে দশমিক ১৫ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ২৩ জনকে ২ দশমিক ৪৪ কোটি টাকা, আইডিএলসি ফাইন্যান্স ৮০ জনকে ১২ দশমিক ৭২ কোটি টাকা, আইপিডিসি ফাইন্যান্স ৪ দশমিক ৪৬ কোটি টাকা এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স ১৩ জনকে ১ দশমিক ৪১ কোটি টাকা ঋণ প্রণোদনা বিতরণ করেছে।

তবে চুক্তিবদ্ধ ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক উল্লেখিত সময়ে কোনো টাকা বিতরণ করতে পারেনি।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান জানান, নির্দিষ্ট সময়ে ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য আগের ১১টি থেকে বৃদ্ধি করে পরবর্তী সময়ে ১৯টি ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রণোদনার আওতায় দ্বিতীয় পর্যায়ের ২০০ কোটি টাকা বিতরণ করা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, সিএমএসএমইতে কোন ব্যাংক কত টাকা ঋণ দেবে তার লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়। সরকার ঘোষিত সময়ে ঋণ বিতরণের লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সেসব প্রতিষ্ঠান শাস্তির মুখোমুখি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত