Ajker Patrika

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ২১
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা চার কর্মদিবসে দেশের পুঁজিবাজারে গতকালও সূচক ও দরপতন অব্যাহত ছিল। আগের তিন দিনে যে পতন হয়েছিল, গতকাল একদিনেই হয়েছে তার চেয়ে বেশি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে ৯৫ পয়েন্ট। এর মধ্য দিয়ে আবারও সূচক নেমে এল ৭ হাজারের নিচে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৪৬ পয়েন্ট।

পুঁজিবাজারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গতকাল প্রায় সব কটি খাতের শেয়ারেই নেতিবাচক ধারা দেখা যায়। বিশেষ করে বিমা, আর্থিক, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, ওষুধ ও রসায়ন খাতেও আশাবাদী হওয়ার মত চিত্র দেখা যায়নি। দিন শেষে ডিএসইতে মাত্র ৭৫টি কোম্পানির দর বেড়েছে, বিপরীতে কমেছে ২৫৯ টির। অপরিবর্তিত ছিল ৩১ টির দর। সূচক এসে ঠেকেছে ৬ হাজার ৯১৭ পয়েন্টে, যা গত ১০ নভেম্বরের পর সর্বনিম্ন অবস্থান।

ডিএসইতে গতকাল ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮৫ কোটি ৫ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, দর কমেছে ২৫৯ টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির দর।

দর পতনের শীর্ষে দশ কোম্পানির মধ্যে প্রথমেই ছিল মিউচুয়াল ফান্ড। এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর কমেছে ১০ শতাংশ। এ ছাড়া কমেছে কাট্টালি টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স বা বিআইএফসি, জেমিনি সি ফুড, প্রিমিয়ার লিজিং কোম্পানি, হামিদ ফেব্রিক্স, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, গোল্ডেনসন, সালভো কেমিক্যাল ও রেনউইক যগেশ্বরের দর কমেছে সবচেয়ে বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত