Ajker Patrika

বাড়ছে গোবরের তৈরি জ্বালানির চাহিদা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
বাড়ছে গোবরের তৈরি জ্বালানির চাহিদা

জ্বালানি খরচ কমাতে গোবর, পাটখড়ি আর তুষ (ধানের খোসা) মিশিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করছে উপজেলার গ্রাম এলাকার মধ্যবিত্ত পরিবারগুলো। গরু লালন-পালন করা পরিবারগুলোতে সম্প্রতি এই ধরনের জ্বালানির চাহিদা বেড়েছে। কারণ গ্যাস ও জ্বালানি কাঠের দাম দিন দিন বাড়ছে।

চরজানাজাত ইউনিয়নের সাদিয়া বেগম নামের এক গৃহিণী বলেন, ‘গোবরের শলার তৈরি লাকড়ি এমন এক জ্বালানি, যা তৈরি করা খুবই সহজ ও খরচ কম। গোবর, পাটখড়ি, ধানের তুষ (কুড়া) পরিমাপমতো মিশিয়ে পাটখড়ির সঙ্গে মেখে রোদে শুকাতে হয়। এ ছাড়া মুঠো করে গোলাকৃতি বানিয়ে রোদে শুকিয়েও ব্যবহার করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত