Ajker Patrika

এক মাসেও সন্ধান মেলেনি দুই ছাত্রীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
এক মাসেও সন্ধান মেলেনি দুই ছাত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নিখোঁজ দুই ছাত্রীর এক মাসেও সন্ধান মেলেনি। এতে চিন্তা বাড়ছে তাদের পরিবারে।

পরিবারের সদস্যরা জানান, ২৩ নভেম্বর পরীক্ষা শেষে নিখোঁজ হয় তারা। দুই পরিবার আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করে। তবে সন্ধান না পেয়ে সীতাকুণ্ড থানা–পুলিশের দ্বারস্থ হয় দুই পরিবার। দুই পরিবার বাদী হয়ে সাধারণ ডায়েরি করে। কিন্তু নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। আবার কেউ অপহরণের কথা বলে মুক্তিপণও দাবি করেনি।

নিখোঁজ এব ছাত্রীর মা বলেন, ‘শেষ পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি মেয়ে। তার বালিশের নিচে একটি চিঠি পাওয়া গেছে। তাতে লেখা ছিল, আমি চলে যাচ্ছি, আর আসব না। আমি একজনকে ভালোবাসি, তাকে নিয়েই চলে যাচ্ছি। আমাকে মাফ করে দিও। সে তার মোবাইলটি রেখে গেছে।’

অপর নিখোঁজ ছাত্রীর বলেন, ‘শেষ পরীক্ষার দিন মেয়ে বাড়ি থেকে বের হয়। আর বাড়ি ফেরেনি। তার মোবাইলটি বাড়িতে রেখে গেছে। মেয়ে কোথায় গেছে, কি উদ্দেশ্যে গেছে কিছুই বুঝতে পারছি না।’ তিনি মেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, দুই ছাত্রী নিখোঁজের ঘটনাটি রহস্যজনক। তারা দুজনেই খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত