Ajker Patrika

বিএনপির ৪ সাবেক এমপি বিএনএমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ৪ সাবেক এমপি বিএনএমে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন নিবন্ধিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন বিএনপির চার সাবেক সংসদ সদস্য (এমপি)। তাঁরা হলেন ফরিদপুর-১ আসনের শাহ মো. আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি মো. আব্দুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদিন ও বরগুনা-২ আসনের সাবেক এমপি অধ্যাপক আব্দুর রহমান। 

গতকাল সোমবার তাঁদের নিয়েই দলটির ২০১ সদস্যবিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে শাহ মো. আবু জাফরসহ কয়েকজনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। শাহ জাফর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তবে তিন-চার দিনের মধ্যে চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নতুন দলটির মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহান। গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের জাতীয় কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিএনএমের চেয়ারম্যান হচ্ছেন—এমন গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. মো. শাহজাহান বলেন, হাফিজ সাহেব এই দলের চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন, এটা দল থেকে কখনো বলা হয়নি। দল থেকে বলা হয়েছে, চেয়ারম্যান পদে চমক থাকবে। যিনি দলের দায়িত্ব নেবেন, তিনি নিশ্চয়ই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তি হবেন। তিনি রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। যাঁর প্রতি এই দেশের প্রত্যেক মানুষের আস্থা, ভালোবাসা, মমত্ববোধ আছে। তাঁর কমান্ডের প্রতি সবার অবিচল আস্থা আছে।

কোনো জোট ছাড়াই বিএনএম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জানিয়ে মো. শাহজাহান বলেন, ৩০০ আসনের মনোনয়ন যাচাই-বাছাই করে সৎ ও যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত