Ajker Patrika

ঢাকায় কী করছেন মীর

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৪: ২১
ঢাকায় কী করছেন মীর

কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর (মীর আফসার আলী) এখন ঢাকায়। ‘মীরাক্কেল’ রিয়েলিটি শোর কল্যাণে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ছড়িয়ে আছে তাঁর অসংখ্য ভক্ত। গতকাল মীর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলেন, তখনো তাঁর আশপাশে উৎসাহী ভক্তের ভিড়। কেউ ছবি তুলতে চায়, কেউ বলতে চায় দু-একটা কথা। মীর সবার আবদার মেটাচ্ছিলেন, আর খেয়ে যাচ্ছিলেন সমানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন ভর্তাওয়ালা বসেন, যাঁরা স্ট্রবেরি, তেঁতুল, পেয়ারা ইত্যাদি দিয়ে নানা রকমের ভর্তা বানান। সেগুলোর প্রশংসা গেছে মীরের কানেও। তাই রোববার দুপুরে দলবল নিয়ে হাজির মীর।

এই-ই করতে মীর বাংলাদেশে এসেছেন এবার। মানে খাবেন, ঘুরে বেড়াবেন আর সেগুলো ক্যামেরায় তোলা হবে। রেডিও-টেলিভিশনে উপস্থাপনার পাশাপাশি মীর ফুড ভ্লগিং করেন। সেসব ভিডিও নিয়মিত আপলোড হয় ‘ফুডকা’ ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকেন ইন্দ্রজিৎ লাহিড়ী, তিনিই ফুডকা। কাকা-ভাতিজা মিলে এত দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের খাবারের স্বাদ নিয়েছেন। এবার এসেছেন বাংলাদেশে।

মীর বলেন, ‘প্রথম দিন গিয়েছিলাম মাওয়া ঘাটে। ইলিশ খেলাম। পদ্মায় ঘুরলাম। দারুণ সময় কাটছে! ঢাকায় এসে শুধু খেয়েই যাচ্ছি।’ পাশ থেকে ইন্দ্রজিৎ মানে ফুডকা বলে উঠলেন, ‘ঢাকায় এবার নতুন ৩টি জিনিস খেলাম—ভেলপুরি, যেটা কলকাতার থেকে একেবারেই আলাদা, মরিচ-তেঁতুল চা আর স্ট্রবেরি ভর্তা।’

মীর জানালেন, ঢাকায় তিনি আরও কটা দিন থাকবেন। কলকাতায় ফিরে যাবেন এ সপ্তাহের শেষের দিকে। এর মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিখ্যাত সব খাবারের সন্ধানে ছুটবেন। সেসব ভিডিও পাওয়া যাবে ‘ফুডকা’ ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত