Ajker Patrika

নবদিগন্তের সূচনার অপেক্ষা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৯
নবদিগন্তের সূচনার অপেক্ষা

কুষ্টিয়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ইতিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের পুরোনো স্টেডিয়ামটি ভেঙে ফেলা হয়েছে। সেখানেই ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে শেখ কামাল স্টেডিয়াম।

এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আগামী মাসেই শুরু হবে নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ। আধুনিক সুযোগ-সুবিধায় স্টেডিয়ামটি পূর্ণতা পেলে জেলার ক্রীড়াঙ্গনে নবদিগন্তের সূচনা হবে বলে মনে করেন ক্রীড়া-সংশ্লিষ্টরা।

দেশের ক্রীড়াঙ্গনে কুষ্টিয়ার খেলোয়াড়দের অসামান্য অবদান রয়েছে। ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়দের মতো তারকা খেলোয়াড়ের বেড়ে ওঠা এই জেলায়। ফুটবলার আকরাম, আশরাফুলের মতো তারকাদের জন্মও এই কুষ্টিয়ায়।

নানা সংকটের মধ্যে এসব তারকার উত্থান হলেও মাঠসহ অবকাঠামোগত সমস্যার কারণে ক্রীড়াঙ্গনে বেশ পিছিয়ে পড়ছেন এই জেলার খেলোয়াড়েরা। তবে দেরিতে হলেও নির্মিত হতে যাওয়া শেখ কামাল স্টেডিয়াম আশা জাগাচ্ছে।

স্টেডিয়াম নির্মাণের খবরে খুশি জেলার ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। তাঁরা জানিয়েছেন, জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এটি। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে এ জেলায়। দ্রুত কাজটি সম্পন্ন দেখতে চান তাঁরা।

কুষ্টিয়া ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ক্রীড়াবিদ আফরোজা আক্তার ডিউ বলেন, ‘কুষ্টিয়া খেলোয়াড় তৈরির একটা উর্বর ভূমি। কিন্তু এখানে ভালো স্টেডিয়াম ছিল না। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্যের প্রচেষ্টায় এখানে আধুনিক মানের স্টেডিয়াম হতে যাচ্ছে। এই স্টেডিয়ামের কাজ শেষে হলে ক্রীড়া ক্ষেত্রে এই জেলার খেলোয়াড়েরা আরও বেশি অবদান রাখতে পারবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, তাঁরা খেলাধুলার স্বার্থে এই স্টেডিয়ামে ফুটবল-ক্রিকেট দুটি খেলাই চালু রাখবেন। স্টেডিয়ামটি পূর্ণতা পেলে জেলার ক্রীড়াঙ্গনে নবদিগন্তের সূচনা হবে। আগামী দুই বছরের মধ্যে শেখ কামাল স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠেও উচ্ছ্বাস। তিনি বলেন, ‘আসলেই এটা আমাদের কুষ্টিয়াবাসীর জন্য খুবই আনন্দের খবর। অনেক প্রতিকূলতার মধ্যেও কুষ্টিয়ার অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে সুনামের সঙ্গে অবদান রেখেছেন। এমন একটি স্টেডিয়াম আমাদের জেলার তথা দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন শেখ কামাল। তাঁর নামেই এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে। নির্মাণাধীন স্টেডিয়াম শুধুমাত্র ক্রিকেটের জন্য বরাদ্দ হলেও জেলার ক্রীড়াঙ্গনে বেশ অবদান রাখবে। এটি হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত