Ajker Patrika

মহানগর পুলিশের অপরাধ পর্যালোচনা

রংপুর প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ২৮
মহানগর পুলিশের  অপরাধ পর্যালোচনা

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আরপিএমপি মিলনায়তনে এ সভা হয়।

আরপিএমপি কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। এতে সেপ্টেম্বর মাসে মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরস্কার দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মেহেদুল করিমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত