Ajker Patrika

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা আগামী সাত দিনের মধ্যে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেবেন। দায়িত্বপ্রাপ্তরা ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংগঠনিকভাবে ইবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যাঁদের বয়স আছে, যাঁরা ছাত্র এবং যাঁদের ক্লিন ইমেজ রয়েছে তাঁদের সমন্বয়ে নতুন কমিটির গঠন করা হবে।

পাশাপাশি কেন্দ্রীয় সংসদের পৃথক এক বার্তায় ইবি শাখার সদ্য সাবেক সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

২০১৯ সালের ১৪ জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের এক বছর মেয়াদি কমিটি অনুমোদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত