Ajker Patrika

হূমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে টিভি আয়োজন

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১১: ৩৮
হূমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে টিভি আয়োজন

আজ নির্মাতা ও কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোতে থাকছে বিশেষ আয়োজন। সংবাদ, বিশেষ প্রতিবেদনের পাশাপাশি থাকছে হ‌ুমায়ূন আহমেদের গান ও সিনেমা নিয়ে আয়োজন।

চ্যানেল আই
হ‌ুমায়ূন আহমেদ স্মরণে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। ১৭ জুলাই থেকে আজ ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা ৩০ মিনিটে একটি করে হ‌ুমায়ূন আহমেদের নির্মিত সিনেমা প্রচার করছে চ্যানেলটি। ১৭ জুলাই প্রচার করেছে ‘আমার আছে জল’, ১৮ জুলাই ‘শ্রাবণ মেঘের দিন’ এবং আজ প্রচার করবে ‘ঘেটুপুত্র কমলা’। আজ হ‌ুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠান দিয়ে। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, প্রান্তী, রানা ও তৃষা। দুপুর ১২টা ৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে তারকাকথনের বিশেষ পর্ব। সন্ধ্যা ৬টায় রয়েছে আকা রেজা গালিবের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘ও কারিগর’; সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে রবিন খানের প্রযোজনায় ‘সিনেমার হ‌ুমায়ূন’। রাত ১০টায় শহিদুল আলম সাচ্চুর প্রযোজনায় থাকছে বিশেষ অনুষ্ঠান ‘হ‌ুমায়ূননামা’।

হূমায়ূন আহমেদ (১৯৪৮–২০১২)এনটিভি
এনটিভিতে থাকছে হ‌ুমায়ূন আহমেদের গান নিয়ে বিশেষ আয়োজন ‘হ‌ুমায়ূনের গানে যুগলবন্দী’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানে হ‌ুমায়ূন আহমেদের গান পরিবেশন করবেন এস আই টুটুল ও মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর ১২টা ২০ মিনিটে।

বাংলাভিশন
হ‌ুমায়ূন আহমেদের নাটক-সিনেমার পরিচিত মুখ অভিনেতা ডা. এজাজ। তাঁকে নিয়ে বিশেষ টক শোর আয়োজন করেছে বাংলাভিশন। সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এতে হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাসহ নানা বিষয়ে স্মৃতিচারণা করবেন অভিনেতা ডা. এজাজ। অনুষ্ঠানটির প্রযোজক আফিয়া বৃষ্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত