Ajker Patrika

সুষ্ঠুভাবে হলো এইচএসসির প্রথম পরীক্ষা

রাজশাহী ও বাগমারা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ২৭
সুষ্ঠুভাবে হলো এইচএসসির প্রথম পরীক্ষা

রাজশাহী বিভাগে গতকাল বৃহস্পতিবার সুষ্ঠুভাবে এইচএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বিভাগের আটটি জেলায় এ বিষয়ের পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৭৩৯ জন।

এর মধ্যে ৩৭ হাজার ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ৬৮৪ জন। প্রথম দিনের পরীক্ষা শেষে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীর তুলনায় ১ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ দিকে বাগমারা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। তিনটি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১০টি কেন্দ্রে ৫ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫টি কেন্দ্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩টি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২টি কেন্দ্রে পরীক্ষা হয়।

রাজশাহী বোর্ডের অধীনে এবার সব বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত