Ajker Patrika

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪: ০৫
ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। সেখানে দুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সাদ্দাম হোসেনের বাড়ি সীতাকুণ্ডের উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায়। তিনি ভাটিয়ারি ইউনিয়নের কদমরসুল এলাকার গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি ভাটিয়ারি স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ও গাউছিয়া কমিটি সলিমপুর শাখার দাওয়াতে খায়ের সম্পাদক ছিলেন।

সাদ্দামের বড় ভাই মো. মহসিন বলেন, দুই দিন আগে হঠাৎ সাদ্দামের জ্বর হয়। সেই সঙ্গে শরীরে তীব্র ব্যথা শুরু হয়। পাশাপাশি পেট ফুলে যায়। প্রথমে তাঁকে উপজেলার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত