Ajker Patrika

তিন কারণে বাড়ছে চালের দাম

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
তিন কারণে বাড়ছে চালের দাম

দেশে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় বেড়ে গেছে। আবার মৌসুমের শেষ দিকে থাকায় সরবরাহ কমেছে জিরাশাইল ও মিনিকেট চালের। যার প্রভাব পড়ছে চট্টগ্রামের চালের বাজারে। এ কারণে আমন ধান ওঠার পরও চলতি মাসের শুরুতে এক দফায় বেড়েছে চালের দাম। এর পাশাপাশি সরকার কৃষক পর্যায়ে ধান-চাল সংগ্রহ করায় খোলাবাজারে ধান-চাল সরবরাহ কমেছে। চালের দাম বেড়ে যাওয়ার পেছনে এটাও আরেকটি কারণ বলে দাবি করেছেন তারা।

পাহাড়তলী বাজারের মেসার্স জিসান রাইস এজেন্সির পরিচালক সুধাংশু শাহা আজকের পত্রিকাকে বলেন, জিরাশাইল, মিনিকেট ও স্থানীয় বাসমতি জাতের ধান ওঠে বৈশাখ মাসে। ওই ধান দিয়ে সারা বছর চালের চাহিদা মেটানো হয়। মৌসুমের শেষ দিকে থাকায় এসব জাতের চালের সরবরাহ কমেছে, তাই বাজার এখন ঊর্ধ্বমুখী।

সুধাংশু শাহা আরও বলেন, এখন পাইজাম সিদ্ধ, কাটারিভোগ, গুটি স্বর্ণা চালের নতুন মৌসুম শুরু হয়েছে। বাজারে এসব জাতের চালের সরবরাহ এখন বাড়বে। কিন্তু সরকার প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান-চাল সরবরাহ করায় খোলাবাজারে এসব জাতের চালের সরবরাহ সেইভাবে বাড়েনি। এ কারণে দামও বেড়েছে। তবে সামনে সরবরাহ বেড়ে গেলে পাইজাম, কাটারিভোগ, গুটি স্বর্ণা জাতের চালের দাম কমে যাবে বলে তিনি জানান।

চালের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, খাতুনগঞ্জ বাজারে খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় ১০০-১৫০ টাকা বেড়ে জিরাশাইল রজনীগন্ধা প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকা, ডায়মন্ড ৩ হাজার, নবান্ন ৩ হাজার ১০০ টাকা। অন্যদিকে প্রতি বস্তায় ১০০-১৫০ টাকা বেড়ে প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ টাকায়, মিনিকেট সিদ্ধ ২ হাজার ৩০০ থেকে ৫০০ টাকায়, পাইজাম সিদ্ধ ২ হাজার ৩০০ থেকে ৫০০ টাকা দরে। অপর দিকে আতপ চালের মধ্যে মিনিকেট বস্তাপ্রতি ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়, বেতি সিদ্ধ ২০০ টাকা বেড়ে মানভেদে ২ হাজার ৩০০ থেকে ৫০০ টাকায়, ইরি আতপ ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তাপ্রতি ১ হাজার ৯৫০ টাকায়, কাটারি আতপ ৩০০ টাকা বেড়ে ৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

পাহাড়তলী চাল ব্যবসায়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনটা কারণে এখন অস্বাভাবিকভাবে চালের দাম বাড়ছে। এর মধ্যে একটি কারণ হলো সরকার চাল আমদানি বন্ধ করে দেওয়ায় একটি সিন্ডিকেট কারসাজি করে বাজারে চালের সরবরাহ কমিয়ে দিয়েছেন। যে কারণে চালের বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে। যার ফলে এখন চালের দাম ঊর্ধ্বমুখী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত