Ajker Patrika

অবহেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেক

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮: ৫৬
অবহেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেক

প্রশাসনের অবহেলায় সৌন্দর্য হারাতে বসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লেকটি। অথচ এটিই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবসর সময় কাটানোর অন্যতম স্থান। দ্রুত শিক্ষার্থীরা লেকটি সংস্কারের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, লেকটি কচুরিপানায় ভরে গেছে। নিজস্ব স্বকীয়তা হারিয়ে পরিণত হয়েছে কচুরিপানা পূর্ণ নর্দমায়। এতে লেকের মাছ ও অন্যান্য জীববৈচিত্র্য হুমকির মুখে। লেকের কাঠের সেতুটির অবস্থাও জরাজীর্ণ। সীমানা প্রাচীরের দুটি দেয়াল স্থানীয়রা যাতায়াতের জন্য ভেঙে ফেলেছে। এ ছাড়াও লেকের দক্ষিণ সীমান্তে প্লাস্টিক, পলিথিন ও ময়লা আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, ‘দীর্ঘদিন ইবি লেকের কোনো সংস্কার নেই। কচুরিপানা আর ঝোপঝাড়ে ভরে গেছে পুরো লেক প্রাঙ্গণ। সাপ ও পোকা মাকড়ের ভয়ে লেকে আসতে ভয় পাই। লেকটি সংস্কার করা প্রয়োজন। আমি প্রশাসনের কাছে এটি সংস্কারের জোর দাবি জানাচ্ছি।’

শিক্ষার্থীরা জানান, লেকটির চেহারাও যেন রোগাক্রান্ত হয়ে উঠেছে। কচুরিপানায় প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে লেকটি। আগের মতো নেই স্বচ্ছ পানির ঢেউ। পানি অপরিষ্কার থাকায় লেকের বিভিন্ন রঙের মাছের লেজ নাড়িয়ে ঘোরাফেরার দৃশ্যটিও চোখে পড়ে না আর। অনেক মাছ মরে ভেসে উঠছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সি শহীদ উদ্দীন মোহাম্মাদ তারেক বলেন, ‘এ মাসের শেষের দিকে লেক খনন করতে টেন্ডার আহ্বান করা হতে পারে। লেক খননকালে কচুরিপানা ও ঝোপঝাড়ও পরিষ্কার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত