Ajker Patrika

চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থেকে অস্ত্র ও গুলিসহ মো. রবিউল ইউসুফ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব–১৫। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর উত্তর সিকদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রবিউল চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্যারচর উত্তর সিকদারপাড়ার বাসিন্দা।

র‍্যাব-১৫–এর সহকারী পরিচালক (মিডিয়া কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি কার্তুজ ও দুটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। পরে তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘রবিউলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত