Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১: ৪৭
সিদ্ধিরগঞ্জে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা আবারও উচ্ছেদ করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার দুপুর ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম নেতৃত্বে এবং সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কয়েক দিন ধরেই অবৈধ দখলদারদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল।’ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত