Ajker Patrika

‘টেস্ট’-এ উত্তীর্ণ জামালরা ভারতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘টেস্ট’-এ উত্তীর্ণ জামালরা ভারতে

কম্বোডিয়ায় প্রাথমিক পরীক্ষায় পাস বাংলাদেশ ফুটবল দল। অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে যা ছিল ‘টেস্ট’ বা পরীক্ষামূলক ম্যাচ। জামালদের এবার আসল পরীক্ষা সাফে। সেই পরীক্ষায় ‘আরেকটু’ ভালো করার লক্ষ্য নিয়ে বেঙ্গালুরুতে বাংলাদেশ ফুটবল দল।

২১ জুন থেকে বেঙ্গালুরুর শ্রী শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু সাফের ১৪তম আসর। সাফকে সামনে রেখে বাকি সাত দল যখন ব্যস্ত প্রীতি ম্যাচ খেলায় তখন বাংলাদেশ দল কম্বোডিয়ার বিপক্ষে এক ম্যাচ খেলেই চলে গেছে বেঙ্গালুরুতে। ২২ জুন লেবানন ম্যাচ দিয়ে শুরু জামালদের আসল তথা সাফ পরীক্ষা। বেঙ্গালুরুতে মানিয়ে নেওয়ার জন্য পাঁচ দিন সময় পাবে বাংলাদেশ দল। বিষয়টিকে ইতিবাচক নিয়ে কম্বোডিয়া ম্যাচের চেয়ে আরও ভালো করার প্রত্যাশা জামালদের।

কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় থাকলেও দলের উন্নতির প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাংকক থেকে বেঙ্গালুরুর বিমানে ওঠার আগে জামাল বলেছেন, ‘দলের আত্মবিশ্বাস একটু বেড়েছে। শেষ দুই ম্যাচ আমরা জিতেছি, অবশ্যই দলের জন্য ভালো। যদিও দুটি টেস্ট (পরীক্ষামূলক) ম্যাচ ছিল, কিন্তু আমি চাই আরও ভালো খেলতে হবে। আরও ভালো খেললে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। ১-০ গোলে জিতেছি, কিন্তু আরেকটু ভালো খেলতে হবে। এখন আমাদের মনোযোগ লেবানন ম্যাচ নিয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত