Ajker Patrika

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার যুবক গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ২২
অপহৃত স্কুলছাত্রী উদ্ধার যুবক গ্রেপ্তার

পাইকগাছায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে (১৬) অপহরণের ৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণে অভিযুক্ত যুবক সুব্রত দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে অপহৃতকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবক সুব্রতকে আসামি করে আগেই ধর্ষণ ও অপহরণের মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহাদত মোল্লা জানিয়েছেন, গত রোববার অপহরণে সহায়তা করার অভিযোগে যশোর বাঘারপাড়া থেকে অভিযুক্ত সুব্রত দেবনাথের বাবা-মাকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মটবাটী এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর শুক্রবার পাইকগাছা পৌর এলাকা থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। ৯ নভেম্বর মঙ্গলবার বাদী হয়ে স্কুলছাত্রীর বাবা ৪ জনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা করে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপহরণের ৭ দিনের মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত