আজকের পত্রিকা ডেস্ক
২০২১ সালের এইচএসসি
পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন।
১। বাণিজ্যিক ভিত্তিতে যেসব এলাকায় কলা চাষ করা হয়–
i. নরসিংদী ii. কুষ্টিয়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২। শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭ অনুযায়ী, বাংলাদেশে মোট কর্মে নিয়োজিতদের মধ্যে কত শতাংশ আত্মকর্মসংস্থানে নিয়োজিত?
ক) ৩৩.৪ খ) ৪৪.৩
গ) ৫৩.৪ ঘ) ৬৪.৯
৩। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়। উক্তিটি কার?
ক) অর্থনীতিবিদ ফ্রেসার
খ) অধ্যাপক মিলওয়ার্ড
গ) অধ্যাপক মার্শাল
ঘ) জে বি ক্লার্ক
৪। ভূমি উৎপাদনের একটি আদি উপাদান। যার বৈশিষ্ট্য হলো–
i. উৎপাদন ব্যয় নেই
ii. সক্রিয় উপাদান
iii. জোগান সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘X’ নামক দেশটির ২০১৫ সালে জনসংখ্যা ছিল ২০ কোটি। দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জীবনযাত্রার মান উন্নত থাকায় ওই বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮০ লাখ লোক এসেছে এবং বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতার জন্য এ দেশ থেকে ১০ লাখ লোক বিভিন্ন দেশে গেছে।
৫। উদ্দীপক অনুযায়ী ‘X’ দেশটির নিট অভিবাসনের হার কত?
ক) ৭০ লাখ জন
খ) ৪০ লাখ জন
গ) ৪০ জন ঘ) ৩৫ জন
৬৷ অভিবাসনের দিক থেকে ওই দেশের মতো বিশ্বে শীর্ষে অবস্থানকারী দেশ হলো–
i. রাশিয়া ii. চীন
iii. জার্মানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। মাত্রাগত উৎপাদন কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৮। অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক) চাহিদা সৃষ্টি
খ) নতুন দ্রব্য সৃষ্টি
গ) উপযোগ সৃষ্টি
ঘ) আয় সৃষ্টি
৯। যখন AC সর্বনিম্ন হয়, তখন–
ক) AC > MC হয়
খ) AC AVC
iii. P = AC
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
২১। কোন বাজারে ফার্ম ও শিল্প একই?
ক) পূর্ণ প্রতিযোগিতামূলক
খ) মুদ্রা বাজার
গ) মূলধন বাজার
ঘ) একচেটিয়া
২৩। অর্থনীতিতে চাহিদা বলতে কয়টি বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
২৫। মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তার প্রত্যাশা কী হয়?
ক) বাড়ে খ) কমে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) উৎপাদন বন্ধ করে
লেখক: মোহাম্মদ ফখরুল আলম
সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
২০২১ সালের এইচএসসি
পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন।
১। বাণিজ্যিক ভিত্তিতে যেসব এলাকায় কলা চাষ করা হয়–
i. নরসিংদী ii. কুষ্টিয়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২। শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭ অনুযায়ী, বাংলাদেশে মোট কর্মে নিয়োজিতদের মধ্যে কত শতাংশ আত্মকর্মসংস্থানে নিয়োজিত?
ক) ৩৩.৪ খ) ৪৪.৩
গ) ৫৩.৪ ঘ) ৬৪.৯
৩। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়। উক্তিটি কার?
ক) অর্থনীতিবিদ ফ্রেসার
খ) অধ্যাপক মিলওয়ার্ড
গ) অধ্যাপক মার্শাল
ঘ) জে বি ক্লার্ক
৪। ভূমি উৎপাদনের একটি আদি উপাদান। যার বৈশিষ্ট্য হলো–
i. উৎপাদন ব্যয় নেই
ii. সক্রিয় উপাদান
iii. জোগান সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘X’ নামক দেশটির ২০১৫ সালে জনসংখ্যা ছিল ২০ কোটি। দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জীবনযাত্রার মান উন্নত থাকায় ওই বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮০ লাখ লোক এসেছে এবং বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতার জন্য এ দেশ থেকে ১০ লাখ লোক বিভিন্ন দেশে গেছে।
৫। উদ্দীপক অনুযায়ী ‘X’ দেশটির নিট অভিবাসনের হার কত?
ক) ৭০ লাখ জন
খ) ৪০ লাখ জন
গ) ৪০ জন ঘ) ৩৫ জন
৬৷ অভিবাসনের দিক থেকে ওই দেশের মতো বিশ্বে শীর্ষে অবস্থানকারী দেশ হলো–
i. রাশিয়া ii. চীন
iii. জার্মানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। মাত্রাগত উৎপাদন কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৮। অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক) চাহিদা সৃষ্টি
খ) নতুন দ্রব্য সৃষ্টি
গ) উপযোগ সৃষ্টি
ঘ) আয় সৃষ্টি
৯। যখন AC সর্বনিম্ন হয়, তখন–
ক) AC > MC হয়
খ) AC AVC
iii. P = AC
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
২১। কোন বাজারে ফার্ম ও শিল্প একই?
ক) পূর্ণ প্রতিযোগিতামূলক
খ) মুদ্রা বাজার
গ) মূলধন বাজার
ঘ) একচেটিয়া
২৩। অর্থনীতিতে চাহিদা বলতে কয়টি বৈশিষ্ট্যকে নির্দেশ করে?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
২৫। মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তার প্রত্যাশা কী হয়?
ক) বাড়ে খ) কমে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) উৎপাদন বন্ধ করে
লেখক: মোহাম্মদ ফখরুল আলম
সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫