Ajker Patrika

সভাপতির করা অভিযোগ মিথ্যা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ০৯
সভাপতির করা অভিযোগ মিথ্যা

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ‘মিথ্যা’ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর শিবপুর উপজেলার ৬৭ নম্বর ভঙ্গারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার। তিনি গতকাল সোমবার বিকেলে তাঁর নিজ বাড়ি লালখারটেকে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার বলেন, ‘আমি ১৭/০২/২০২০ থেকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত ৩০ অক্টোবর আমার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম খান স্বার্থ হাসিল করতে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে সভাপতির স্বাক্ষর জাল করে স্লিপ ও রুটিন মেরামতের বরাদ্দ করা টাকা উত্তোলন ও আত্মসাৎ, বিদ্যালয়ের কাঁঠাল বিক্রির ১১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ, একজন শিক্ষকের মাতৃত্বকাল ছুটি নিয়ে অনিয়মের অভিযোগ করেন। আর এসবের ভিত্তিতে গত ২ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় “প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘প্রকৃতপক্ষে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। সভাপতির স্বাক্ষরের মাধ্যমেই অর্থ উত্তোলন করা হয়। কাঁঠাল বিক্রি করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এবং সেই অর্থ ওনার হাতেই গচ্ছিত আছে। একজন সহকারী শিক্ষক মাতৃত্বকালীন ছুটির বিষয়ে তিনি যে অভিযোগ দিয়েছেন তাও ভিত্তিহীন। কোভিড-১৯ চলাকালীন উল্লিখিত সহকারী শিক্ষকের সন্তান ভূমিষ্ঠ হয়। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হলে যথারীতি তিনি নিয়মিত বিদ্যালয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন। আমি উল্লিখিত সহকারী শিক্ষকের হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করি নাই। সহকারী শিক্ষক নিজেই তার হাজিরা খাতায় স্বাক্ষর করছেন। আমি এই অসত্য অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে ফেরদৌসী ইসলামের বাবা ইসমাঈল মাস্টার, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানসহ অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত