Ajker Patrika

৭ মার্চের টিভি আয়োজন

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১০: ১৫
৭ মার্চের টিভি আয়োজন

বিটিভি

সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ওপর আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মুক্তির সংগ্রাম’ প্রচারিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। বঙ্গবন্ধুর ভাষণের ওপর অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’ প্রচারিত হবে দুপুর ১২টা ২০ মিনিটে। প্রামাণ্য অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়া থেকে সোহরাওয়ার্দী উদ্যান’ প্রচারিত হবে বেলা ১টা ০৫ মিনিটে। মুহম্মদ নূরুল হুদার উপস্থাপনায় ৭ মার্চের কবিতা নিয়ে স্বরচিত কবিতাপাঠের অনুষ্ঠান ‘স্বাধীনতার পঙ্‌ক্তিমালা’ প্রচারিত হবে বেলা ৩টা ২৫ মিনিটে। বঙ্গবন্ধুর ভাষণের ওপর ব্যাখ্যা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ঐতিহাসিক ভাষণের ওপর বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘প্রতিধ্বনি’ প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে। রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ৭ মার্চের কবিতা নিয়ে বিশেষ কবিতাপাঠের অনুষ্ঠান ‘অগ্নিঝরা কণ্ঠস্বর’।

চ্যানেল আই

৭ মার্চ উপলক্ষে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দি পয়েন্ট’ বিশেষভাবে সাজানো হয়েছে। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। রাজু আলীমের প্রযোজনায় অনুষ্ঠানটির বিশেষ পর্বে থাকবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে আলোচনা। এ ছাড়া এই চ্যানেলের ‘তৃতীয় মাত্রা’সহ বেশ কিছু অনুষ্ঠান সাজানো হয়েছে ৭ মার্চের

ভাষণ নিয়ে।

দুরন্ত টিভি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘খোকা থেকে বঙ্গবন্ধু’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবে দুজন শিশু— উজাইর ইবনে জহির ও রাইমা হক। আর অতিথি থাকবেন কবি নির্মলেন্দু গুণ। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা, ছড়া, গান ছাড়াও দেখানো হবে তথ্যচিত্র। মো. তোফায়েল সরকারের পরিচালনায় খোকা থেকে বঙ্গবন্ধু দেখা যাবে

৭ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত