Ajker Patrika

বাংলাদেশকে ১২৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১: ৩১
বাংলাদেশকে ১২৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশকে ১৫ কোটি ডলার বা ১ হাজার ২৭৫ কোটি টাকার (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডিতে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে।

সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমং গিনটিং চুক্তিতে সই করেন। এডিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঋণের এ অর্থ দেশের তরুণ, বিদেশফেরত কর্মী এবং করোনায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ উদ্যোক্তাদের জন্য ব্যয় করা হবে। বাংলাদেশ ব্যাংক এ ঋণ দেশের ৩০ হাজার সিএমএসই উদ্যোক্তাদের মাঝে বিতরণ করবে।

এডিবি বলছে, এ অর্থে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোক্তারা সহায়তা পাবেন। প্রকল্পটির আওতায় ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ৪৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত