Ajker Patrika

ঢাকা কলেজের শিক্ষার্থীর লাশ মিলল বাঁশঝাড়ে

তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯: ১৩
ঢাকা কলেজের শিক্ষার্থীর লাশ মিলল বাঁশঝাড়ে

তারাগঞ্জে বাঁশঝাড় থেকে স্নাতকে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার সকালে উপজেলার শেখপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে।

ওই শিক্ষার্থীর নাম লেবু মিয়া। তিনি শেখপাড়া গ্রামের দিনমজুর আমজাদ হোসেনের ছেলে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লেবু ঢাকা কলেজে দর্শন বিভাগে পড়াশোনা করতেন। তিনি পরিবারের অভাবের কারণে ঢাকায় টিউশনি করে খরচ চালাতেন। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তিনি বাড়িতে ফিরে আসেন।

লেবু গত শুক্রবার রাত ৮টার দিকে মাকে হাতিবান্ধা বাজারে যাওয়ার কথা বলে বাড়ির থেকে বের হন। গতকাল সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে তাঁর লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পরিবারকে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে তাঁর লাশ উদ্ধার করা হয়।

গতকাল লেবুদের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। কান্না করতে করতে তাঁর মা বলেন, ‘মানুষের ছাওয়াক লেখাপড়া করে যে টাকা পায় সেই টাকা দিয়া ওয় (লেবু) লেখাপড়া করোছে। করোনাত স্কুল-কলেজ বন্ধ হওয়ায় ওয় বাড়িত আলছেলো। ফের কলেজ খুলছে, ওয় ঢাকাত যাবার তকনে হামারটে কয়দিন আগোত ১০ হাজার টাকা চাছলো। সেই টাকা দিবার পাও নাই। ছেলেটার খুব মন খারাপ আছলো। কী থাকি যে কী হইল, আল্লায় জানে।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। ওই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত