Ajker Patrika

ছাত্রলীগের বিক্ষোভ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩: ২১
ছাত্রলীগের বিক্ষোভ

শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করেন।

এর আগে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছদরুল ইসলামকে সভাপতি ও নাইম আহমদকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কমিটিতে সিনিয়র নেতৃবৃন্দকে অবমূল্যায়নের অভিযোগ এনে ক্ষোভ জানিয়েছেন পদবঞ্চিতরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত