Ajker Patrika

বেরোবিতে যুগপূর্তি উদ্‌যাপন

রংপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ২১
বেরোবিতে যুগপূর্তি উদ্‌যাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক যুগপূর্তি এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে-২০২১ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে বেরোবি ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শেখ রাসেল চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আমির শরীফসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।

এর আগে শেখ রাসেল চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটা হয় এবং দিবসটি স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত