Ajker Patrika

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ২৬
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে সাইদুল ইসলাম মৃধা নামক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিচারক আবু শামীম আজাদ গতকাল রোববার দুপুরে সাইদুল ইসলাম মৃধার উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পরই সাইদুল ইসলামকে পুলিশ কারাগারে নিয়ে যায়।

সাইদুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা।

বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, আগৈলঝাড়ার পাশের উপজেলা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলু কাজীর মেয়েকে আয়েশা আক্তারকে বিয়ে করেছিলেন সাইদুল ইসলাম। বিয়ের পর ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। ২০১৬ সালের ৫ অক্টোবর ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে আয়েশা আক্তারকে খাওয়ানো হলে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় আয়েশার বাবা কাজী ফজলু আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত