Ajker Patrika

শীর্ষ সন্ত্রাসীর স্বাভাবিক জীবনে ফেরার দাবি

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫: ৩৮
শীর্ষ সন্ত্রাসীর স্বাভাবিক জীবনে ফেরার দাবি

একসময় ছিলেন রংপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী। জেল খেটেছেন বেশ কয়েকবার। আসামি হয়েছেন ১৫টির মতো মামলার। সেই আরিফুল ইসলাম আপেল ওরফে পিচ্চি আপেল অন্ধকার ও ভুল পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে এই জীবন ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরিফুল গতকাল রোববার নগরীর নাজির দিগর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন।

লিখিত বক্তব্যে আরিফুল বলেন, ‘২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত অসৎ সঙ্গ ও পরিস্থিতির শিকার হয়ে আমি বেশ কয়েকটি মামলায় জড়িয়ে পড়ি। অনেকেই তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে আমাকে ব্যবহার করে। এতে করে আমার নামের সাথে ‘সন্ত্রাসী’ তকমা জুড়ে যায় এবং আমি আপেল থেকে হয়ে যাই পিচ্চি আপেল।’

আরিফুল আরও বলেন, ‘পরবর্তীতে আমি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হই এবং ভুল বুঝতে পারি। আমার পরিবারের সদস্যদের পরামর্শে এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০১৪ সাল থেকেই আমি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন শুরু করি। বর্তমানে আমি স্থানীয় এক বালু ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছি। আমার মা ও স্ত্রীসহ একটি কন্যা সন্তান রয়েছে।’

আরিফুল জানান, গত সাত বছরে তিনি কোনো আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হননি। তাঁর নামে করা ১১ মামলায় বেকসুর খালাস পেয়েছেন। বর্তমানে থাকা চার মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। তাঁর বিশ্বাস, এসব মামলায়ও তিনি বেকসুর খালাস পাবেন।

সংবাদ সম্মেলনে আরিফুলের মা, স্ত্রী ও একমাত্র মেয়েসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত