Ajker Patrika

চবিতে হঠাৎ সাপের উপদ্রব

মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১: ৫৫
চবিতে হঠাৎ সাপের উপদ্রব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে হঠাৎ দেখা দিয়েছে সাপের উপদ্রব। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গত রোববার আলাওল হলের একটি কক্ষ পরিষ্কার করতে গিয়ে প্রকৌশল দপ্তরের এক কর্মচারী সাপের ছোবলে আহত হয়েছেন।

ছোট-বড় পাহাড় ও টিলায় ঘেরা এই বিশ্ববিদ্যালয়ের আনাচে-কানাচে রয়েছে অসংখ্য ঝোপ-ঝাড়। গত কয়েক দিনে আবাসিক হল, অনুষদ ভবন, বাসা-বাড়ি, রাস্তা-ঘাটে নানা প্রজাতির সাপের দেখা মিলছে।

গত রোববার বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ১১০ নম্বর কক্ষ পরিষ্কার করতে যান বাচ্চু মিয়া নামের প্রকৌশল দপ্তরের এক কর্মচারী। বেলা ১১টার দিকে সেখানে সাপের ছোবলে আহত হন তিনি। তাঁকে চিকিৎসার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ওই সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে খবর পেয়ে হলের শিক্ষার্থীদের সহায়তায় ঘরগিন্নি নামের সাপটি উদ্ধার করি। এর ইংরেজি নাম Common Wolf Snake, এটি একটি নির্বিষ (Nonvenomous) সাপ। এর দংশনে বিষক্রিয়া হয় না।’ এর আগে গত মঙ্গলবার একই হলের ১৩৩ নম্বর কক্ষ থেকে ‘দাগি বেত আছড়া’ নামের আরেকটি সাপ উদ্ধার করেছিলেন বলেও জানান রফিকুল।

আলাওল হলের প্রভোস্ট ড. নইম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বলেন, ‘হলের দুটি কক্ষে সাপ পাওয়ার বিষয়টি শুনেছি। হল থেকে সাপ তাড়াতে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এর আগে গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় কলাভবনের একটি কক্ষ থেকে প্রাণঘাতী বিষধর শঙ্খিনি (Banded Krait) সাপ দেখতে পেয়ে নির্মাণ শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপ উদ্ধারকারী একটি সংগঠনের সদস্যরা সেটি উদ্ধার করে নিয়ে আসেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর শিক্ষক ডরমেটরি, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হলের পাশের কলোনি থেকেও সম্প্রতি বেশ কিছু সাপ উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল ওয়াহেদ চৌধুরী পিলু বলেন, এই সময়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যে সাপটি বেশি দেখা যাচ্ছে তা হলো ঘরগিন্নি সাপ। এরা শীতকালে একটু উষ্ণতার জন্য ঘরের কোণে আশ্রয় নেয়। তবে এদের কোন বিষ নেই বলেও জানান তিনি।

সাপের উপদ্রব কমাতে করণীয় জানতে চাইলে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের প্রয়োজন আছে। লোকালয় থেকে সাপ তাড়াতে আবাসিক হল ও বাসা-বাড়ির আশে পাশের ঝোপ-ঝাড়, বন জঙ্গল পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি সেখানে গর্ত থাকলে তা ভরাট করে দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত