Ajker Patrika

জেলায় আরও ছয়জনের দেহে করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ২০
জেলায় আরও ছয়জনের দেহে করোনা শনাক্ত

জেলায় আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টা থেকে গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ শনাক্ত হয়। এ সময় কেউ মারা যাননি। গতকাল শনিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৮৪ জনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ছয়জন। আক্রান্তের হার ৭ দশমিক ১ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১০ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় পরীক্ষার জন্য ১ লাখ ৯০ হাজার ১৬৮ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১ লাখ ৮৯ হাজার ৩০৩ জনের। এর মধ্যে ৩৯ হাজার ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৪৬০ জন। আর মারা গেছেন ৯৫৩ জন।

এদিকে ওই ২৪ ঘণ্টায় বিদেশগামী ২৯১ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এঁদের মধ্যে কারও দেহে ভাইরাসটি শনাক্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত