Ajker Patrika

সেশনজট কমানোর দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ১৪
সেশনজট কমানোর দাবিতে মানববন্ধন

করোনায় একটি বছর ঝরে পড়েছে টেক্সটাইল শিক্ষার্থীদের। নতুন করে আবারও করোনার থাবায় সেশন জটের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষাসহ ৫ দফা দাবিতে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের সামনের সিঅ্যান্ডবি রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে করোনা মহামারিতে সেমিস্টার লসের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত ফলাফল প্রকাশ, ৪র্থ বর্ষের সব কার্যক্রম আগস্টের মধ্যে শেষ করা, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জুলাইয়ের পরীক্ষা সম্পন্ন করা, সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত ১ম, ২য়, ৩য় বর্ষের পরবর্তী সেমিস্টারগুলো দ্রুত শেষ করা, সেমিস্টারের ফলাফল প্রকাশের পরপরেই মার্কশিট দেওয়ার ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা সম্প্রতি করোনা পরিস্থিতির জন্য এক বছর সেশন জটে পড়েছেন। আরও একটি বছর শেষ হওয়ার পথে। কিন্তু দেশের অন্য সব বিশ্ববিদ্যালয় তাদের সেশন জট নিরসনে দ্রুত সময়ে পরীক্ষা সম্পন্ন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত