Ajker Patrika

সিআইজি সদস্যদের উপকরণ বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৪: ২০
সিআইজি সদস্যদের উপকরণ বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ৩০ জন সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) খামারি ও নির্ধারিত সাধারণ খামারিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ ও এলডিডিপি প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু এবং প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্পের প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা সুফল মণ্ডল প্রমুখ।

এ সময় উপকারভোগী সিআইজি সদস্য ছাড়াও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত