Ajker Patrika

জয়পুরহাটে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ১৪
জয়পুরহাটে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

চলমান অগ্রগতির ধারাবাহিকতায় জয়পুরহাটে এক্সিম ব্যাংকের ১৩৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার জয়পুরহাট শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা গ্রুপের পরিচালক শহিদুল ইসলাম মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক তার সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি ব্যাংকের বহুমুখী আমানত ও বিনিয়োগ হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের অর্থনৈতিক কার্যক্রমে কিছুটা স্থবিরতার মধ্যেও এক্সিম ব্যাংক তার অগ্রগতির ধারাকে অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত