Ajker Patrika

ফেনীতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ২০
ফেনীতে তথ্য অধিকার আইন বিষয়ে কর্মশালা

‘তথ্য অধিকার সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’—এই প্রতিপাদ্য সামনে রেখে ফেনীতে তথ্য অধিকার আইন-২০০৯ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন ফেনীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব। প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

সুজনের ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট লক্ষণ চন্দ্র বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মো. নাছির উদ্দিন, সুজনের ফেনী পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমন উল হক।

দিনব্যাপী এই কর্মশালায় তথ্য অধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞ ব্যক্তিরা। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, সুজনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত