Ajker Patrika

মাসজুড়ে টিভিতে রমজানের আয়োজন

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৪: ৩৩
মাসজুড়ে টিভিতে রমজানের আয়োজন

রমজান মাসে প্রতিদিন পূর্ণিমাকে দেখা যাবে একই সঙ্গে চারটি চ্যানেলে। মাছরাঙা টিভি, দীপ্ত টিভি, চ্যানেল টুয়েন্টিফোর ও এসএ টিভিতে ইফতারের আগে প্রচারিত হবে পূর্ণিমার উপস্থাপনায় ‘রাঁধুনী ইফতারের আয়োজনে’ অনুষ্ঠান।

চ্যানেল আই
রমজান মাস উপলক্ষে চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রমজানুল মোবারক’ ও ‘কাফেলা’। ‘রমজানুল মোবারক’ অনুষ্ঠানের বিষয়গুলো হলো: দর্শকদের অংশগ্রহণে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা ‘মাসায়ালা মাসায়িন’। এই অনুষ্ঠানেরই প্রধান আকর্ষণীয় পর্ব ‘কাফেলা’। ‘কাফেলা’য় দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশের ইসলামিক নিদর্শনসমূহ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাওলানা আহমাদ রেজা ফারুকী।

এ ছাড়া কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে প্রতিদিন প্রচার হবে ইফতারপূর্ব অনুষ্ঠান ‘মনোহর ইফতার’। প্রতিষ্ঠালগ্ন থেকে পবিত্র রমজান মাসে চ্যানেল আই ধারাবাহিকভাবে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানটি সম্প্রচার করে আসছে। এবার ২২ বছর পার করতে চলেছে অনুষ্ঠানটি।

‘মনোহর ইফতার’ অনুষ্ঠানের প্রতি পর্বে কেকা ফেরদৌসীর সঙ্গে অংশ নেবেন একজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন আবিদা সুলতানা, আফসানা মিমি, সামিনা চৌধুরী, রুনা খান, কোনাল, নিরব, ইমন, নাঈম, ফেরদৌস, শাহেদ খান, শবনম ফারিয়া, লিজা, লুইপা, ঝিলিকসহ অনেকেই।

দুরন্ত টিভি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচারিত হবে ইসলামিক সাধারণ জ্ঞানের কুইজভিত্তিক অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু’র চতুর্থ মৌসুম। প্রতিবারের মতো সারা দেশের স্বনামধন্য স্কুলগুলো থেকে বাছাই করা হয়েছে ৬৪টি দল।

প্রতিটি পর্ব সাজানো হয়েছে পাঁচটি রাউন্ডে—খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং জলদি বলো। মনিরুল হোসেন শিপন ও মেহেদী 
হাসান স্বাধীনের পরিচালনায় পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু’ দেখা যাবে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি 
সঞ্চালনা করবেন ওয়াজিউর রহমান প্রথম।

আর টিভি
রমজানের প্রথম দিন থেকে আর টিভিতে প্রচারিত হবে হাফেজদের নিয়ে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা ‘আলোকিত কোরআন’। মো. শামসুদ্দিন মিঠুর প্রযোজনায় অনুষ্ঠানটি দেখা যাবে রমজানের প্রতিদিন বিকেল ৫টা ৫ মিনিটে।

দীপ্ত টিভি
দীপ্ত টিভিতে ফারহানা মিলির সঞ্চালনায় রমজানের প্রতিদিন বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে রান্নার অনুষ্ঠান ‘স্বাদের রান্না’। তাঁর সঙ্গে রান্নার দায়িত্ব পালন করবেন মোট ৫ জন শেফ। এই আয়োজনে অল্প তেল ব্যবহার করে অথবা তেল ব্যবহার না করেই কীভাবে খাবার সুস্বাদু করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেবেন শেফরা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুর রহমান সুজন। 

বাংলাভিশন
১৪ বারের মতো বাংলাভিশনে শুরু হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘পবিত্র কোরআনের আলো’। রমজান মাসব্যাপী প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। উপস্থাপনা করবেন অধ্যাপক মো. মোখতার আহমাদ। এ আয়োজনে সারা দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৩ জন হাফেজ নির্বাচিত হবেন।

এ ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে সরাসরি অনুষ্ঠান ‘রমজান ও আমাদের জীবন’। আমাদের জীবনে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে এই অনুষ্ঠানে। উপস্থাপনা করবেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। 

মাছরাঙা টিভি
রমজানের প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে শিশুদের নিয়ে বিশেষ আয়োজন ‘মহানবীর শিক্ষা’। উপস্থাপনা করবেন মাওলানা আবুল কাশেম ফজলুল হক।

বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচারিত হবে রমজানের বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজান’। আবদুল মোস্তফা রাহীম আজহারীর উপস্থাপনায় এ অনুষ্ঠানের আলোচক আল্লামা ড. মাসুম বাকী বিল্লাহ। সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে প্রচারিত হবে ‘পবিত্র মোনাজাত ও দোয়া’। উপস্থাপনা করবেন অধ্যক্ষ আবুল কাশেম ফজলুল হক। এ ছাড়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকবে ইসলামি স্থাপত্য নিয়ে প্রামাণ্যচিত্র ‘ইসলামের দুনিয়া’। পরিচালনায় শাকুর মজিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত