Ajker Patrika

বাংলাবান্ধা এক্সপ্রেস বাস চালু , সন্তােষ

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ২৩
বাংলাবান্ধা এক্সপ্রেস বাস চালু , সন্তােষ

রংপুর থেকে নীলফামারী হয়ে পঞ্চগড়গামী ‘রংপুর-বাংলাবান্ধা এক্সপ্রেস’ বাস চলাচল শুরু হয়েছে। এই রুটে বাস চালুর খবরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। গতকাল সোমবার সকাল ৮টার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মেইল বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন প্রমুখ।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজ্জাম্মেল হক বলেন, ২০টি বাস এই রুটে চলাচল করবে। মাত্র সাড়ে তিন ঘণ্টায় ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধায় পৌঁছাবে এই বাস। এই রুটে রংপুর থেকে জনপ্রতি যাত্রীর জন্য ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়াতে এখন ভাড়া হবে ২২৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত